Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্তা

সোনাগাজী উপজেলার তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।

                 সোনাগাজী  উপজেলা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী উপজেলা।এখানে রয়েছে অনেক ছোট বড় শিল্প কারখানা, বাযু বিদ্যুত প্রকল্প, বিরি, মাতামুহুরি প্রকল্প, হাঁস প্রজনন কেন্দ্র, ডেইরি ফার্ম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্প।  এ উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য্যসবাইকে বিমোহিত করে। এখানে রয়েছে ফেনী মাতামুহুরি  নদী। এখানে জন্মেছেন অনেক বিখ্যাত মানুষ। এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন মিলেমিশে বসবাস করে আসছেন সুদুর অতীতকাল থেকে। একইসাথে এই উপজেলার মানুষ সুস্থ্য সংস্কৃতির চর্চাকরে আসছেন।  এখানকার মানুষের জীবনযাত্রার মান বেশ উন্নত। এউপজেলার সুপ্রাচীন কাল হতে   পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সাথে বিভিন্ন ব্যবসা –বানিজ্য করে  আসছেন  এবং একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষইউরোপ-আমেরিকাসহবিভিন্ন দেশে বসবাস করছেনআর দেশের জন্য পাঠাচ্ছেন রেমিটেন্স, সমৃদ্ধ করছেন দেশের অর্থনীতি।তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগনের দোরগোড়া তথা হাতের মুঠোয় সরকারী বেসরকারী সেবা দ্রুত পৌছে দেওয়ার ক্ষেত্রে এ উপজেলার রয়েছে অপার সম্ভাবনা।সকলের ঐকান্তিক প্রচেষ্টা তথা সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ, সন্ত্রাসমুক্ত, সোনাগাজী গড়াইআমাদের সকলের লক্ষ্য।

 

 

উপজেলা নির্বাহী অফিসার

সোনাগাজী, ফেনী।