Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে (সংশোধিত)

এক নজরে সোনাগাজী উপজেলাঃ


১ । নামকরণঃ ধারণা করা হয়, পলাশী যুদ্ধের পর ১৭৮০ খ্রিঃ থেকে ১৮০০ খ্রিঃ এর মাঝামাঝি সময় নয়নগাজী নামে জনৈক ব্যক্তি ইসলাম ধর্ম প্রচারের জন্য উপমহাদেশের পশ্চিম অংশ থেকে অত্র এলাকায় আগমন করেন। সোনাগাজী নামে তাঁর এক ছেলে ধনসম্পদের অধিকারী হয়ে এ এলাকায় প্রভাব বিস্তার করেন। সম্ভবত তাঁর নাম অনুসারে অত্র উপজেলার নাম সোনাগাজী নামকরণ করা হয়।


কিংবদন্তি আছে, বাংলার বারো ভূঁইয়াদের বিখ্যাত জমিদার ছিলেন ফজলগাজী, ফজলগাজীর পুত্র বাহাদুর গাজী, বাহাদুর গাজীর পুত্র সোনাগাজী। তিনি প্রচুর ধনসম্পদের অধিকারী অত্যন্ত প্রতাপশালী ছিলেন, যার নামানুসারে এ অঞ্চলের নামকরণ করা হয় সোনাগাজী।


২ । সীমানাঃ উত্তরে ফেনী সদর ও দাগনভূঞা উপজেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে মীরসরাই উপজেলা, পশ্চিমে কোম্পানীগঞ্জ ও দাগনভূঞা উপজেলা।


৩। আয়তনঃ 

ক্রমিক

পরিমাণ

একক

২৮৪.৯

বর্গ কিলোমিটার

১১০

বর্গ মাইল

৭০,৪০০

একর


৪। সাধারণ তথ্যঃ

(ক)

ইউনিয়নের সংখ্যা

০৯ টি

(খ)

পৌরসভার সংখ্যা

০১ টি

(গ)

থানার সংখ্যা

০১ টি (মডেল থানা)

(ঘ)

মৌজার সংখ্যা

৯৪ টি

(ঙ)

গ্রামের সংখ্যা

৯৭ টি

(চ)

ইউনিয়ন ভুমি অফিসের সংখ্যা

০৪টি

(ছ)

আদায় শিবির

০২টি

(জ)

সার্ভার স্টেশন

০১টি


৫। আদমশুমারি ২০১১ সাল অনুযায়ীঃ

(ক)

পরিবার/ খানার সংখ্যা

৪৯,৮১০ টি

(খ)

মোট জনসংখ্যা

২,৫৪,৯৭৪ জন

(গ)

পুরুষ

১,২৫,৩৯০ জন

(ঘ)

মহিলা

১,২৯,৫৮৪ জন

(ঙ)

বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার

০.৯০%

 

৬। উপজেলা নির্বাচন অফিসের তথ্যঃ

ভোটারের সংখ্যা

(ক)

পুরুষ ভোটার 

৮৭,৩৫৪ জন

(খ)

মহিলা ভোটার

৮৮,২৩১ জন

(গ)

মোট ভোটার

১,৭৫,৫৮৫ জন

(ঘ)

ভোট কেন্দ্র

৬০টি

 


৭। মুক্তিযুদ্ধে সম্পর্কিতঃ

মুক্তিযুদ্ধে অবদান

(ক)

মুক্তিযোদ্ধার সংখ্যা

৬৭১ জন

(খ)

শহীদ মুক্তিযোদ্ধা

৩৯ জন

(গ)

বীরপ্রতীক

জনাব আহছান উল্যাহ, জনাব রুহুল আমিন

(ঘ)

সম্মুখ যুদ্ধ

১। মতিগঞ্জ সিও অফিস দখল।

২। ভাদাদিয়া মাওলানা মান্নানের রাজাকার ক্যাম্প দখল।

৩। ভোরবাজার-নবাবপুর সড়কে সফরাবাদের যুদ্ধ।

৪। বক্তারমুন্সী ক্যাম্প দখল।

৫। বাদামতলী ৩নং সুইস গেইট সম্মুখ যুদ্ধ।

৬। মনগাজী ভৈরব চৌধুরী সড়কে সম্মুখ যুদ্ধ।

৭। সাতবাড়িয়া-বাখরিয়া সড়কে মহিন বিষ্ফোরণে ৫০ জন পাকসেনা নিহত।

মুক্তিযোদ্ধাদের জন্য অবকাঠামো নির্মাণ

(ঙ)

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

নির্মিত

(চ)

মুক্তিযোদ্ধাদের জন্য যে সকল সুযোগ সুবিধা প্রয়োজন

১. অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ঘর নির্মাণ : ৫০টি

২. অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বহুতল ভবন নির্মাণ : ০২ (৬ তলা)

৩. ৩০০ জন ভূমিহীন মুক্তিযোদ্ধাদের জন্য জমি বরাদ্দ প্রয়োজন।

৪. প্রাধিকার সূত্রে শহীদ পরিবার ও পঙ্গু মুক্তিযোদ্ধাদের

উত্তরাধিকারীদেরকে ভাতা ব্যবস্থা নেয়া।

 

৮। উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্যঃ

(ক)

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা

১০৮টি

(খ)

মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা

২৪টি

(গ)

মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সংখ্যা

০৩টি

(ঘ)

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা

০২টি

(ঙ)

দাখিল মাদ্রাসা

১৩টি

(চ)

আলিম মাদ্রাসা

০৩টি

(ছ)

.ফাজিল মাদ্রাসা

০৩টি

(জ)

কওমী মাদ্রাসা

৩০টি

(ঝ)

সরকারি ডিগ্রী কলেজ 

০১টি

(ঞ)

বেসরকারি ডিগ্রী কলেজ

০১টি

(ট)

বেসরকারি কলেজ

০১টি

(ঠ)

উচ্চ মাধ্যমিক বেসরকারি মহিলা কলেজ

০১টি

(ড)

শিক্ষার হার

৬১%

 

 ৯। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত তথ্যঃ

(ক)

ইউনিয়ন ডিজিটাল সেন্টার(ইউডিসি) সংখ্যা

০৯ টি

(খ)

পৌরসভা ডিজিটাল সেন্টার(পিডিসি) সংখ্যা

০১ টি

(গ)

উপজেলা সার্ভার রুম সংখ্যা

০১ টি

(ঘ)

উপজেলা PoP রুম সংখ্যা

০১ টি

(ঙ)

ইউনিয়ন PoP রুম সংখ্যা

০৯ টি

(চ)

শেখ রাসেল ডিজিটাল ক্লাসরুম

০১ টি

(ছ)

শেখ রাসেল ডিজিটাল ল্যাব

১৯ টি