Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সোনাগাজী উপজেলার পটভূমি

উপজেলার নামকরণঃ ধারণা করা হয়, পলাশী যুদ্ধের পর ১৭৮০ খ্রিঃ থেকে ১৮০০ খ্রিঃ এর মাঝামাঝি সময় নয়নগাজী নামে জনৈক ব্যক্তি ইসলাম ধর্ম প্রচারের জন্য উপমহাদেশের পশ্চিম অংশ থেকে অত্র এলাকায় আগমন করেন। সোনাগাজী নামে তাঁর এক ছেলে ধনসম্পদের অধিকারী হয়ে এ এলাকায় প্রভাব বিস্তার করেন। সম্ভবত তাঁর নাম অনুসারে অত্র উপজেলার নাম সোনাগাজী নামকরণ করা হয়। 

কিংবদন্তি আছে, বাংলার বারো ভূঁইয়াদের বিখ্যাত জমিদার ছিলেন ফজলগাজী, ফজলগাজীর পুত্র বাহাদুর গাজী, বাহাদুর গাজীর পুত্র সোনাগাজী। তিনি প্রচুর ধনসম্পদের অধিকারী অত্যন্ত প্রতাপশালী ছিলেন, যার নামানুসারে এ অঞ্চলের নামকরণ করা হয় সোনাগাজী।
 
 সীমানাঃ  উত্তরে ফেনী সদর ও দাগনভূঞা উপজেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে মীরসরাই উপজেলা, পশ্চিমে কোম্পানীগঞ্জ ও দাগনভূঞা উপজেলা। 
 
আয়তনঃ ২৮৪.৯ বর্গ কিলোমিটার, ১১০ বর্গমাইল,৭০,৪০০ একর।