Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসনের পটভূমি

সোনাগাজী উপজেলার পটভূমিঃ নোয়াখালী মহকুমা বিভক্ত হয়ে ফেনী জেলার সোনাগাজী উপজেলা ০৯ টি ইউনিয়ন নিয়ে  ১‌৯৮২ সালে ৭ই নভেস্বর থেকে ১৯৮৪ সালের ১লা ফেব্রুয়ারী পর্যন্ত ১০টি পর্যায়ে দেশের সকল থানাকে প্রথমে মনোনীত থানা এং পরে উপজেলায়  উন্নীত করেন। সোনাগাজ উপজেরাটি ১৯৮২ সালে মনোনীত থানা এবং ২য় পর্যায়ে প্রশাসনিক বিকেন্দী করণের মাধ্যমে ১৯৮৩ সালে সোনাগাজী থানার নামকরণকে পুর্নবিন্যাস করে উপজেলা নামকরণ করা হয়। এ উপজেলার প্রথম নির্বাহী কর্মকর্ত(টিএনও পরবর্তীতে ইউএনও) ছিলেন মোহাম্মদ জুলফিকার হায়দার চৌধুরী(০৭.১১.১৯৮২ থেকে২১.১২.১৯৮৩ পর্যন্ত)।উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন বদিউর রহমান খোকা মিয়া।

সোনাগাজী উপজেলার অবস্থান উত্তর অক্ষাংশের ২২°৩০'এবং ২৩°৩০'এর মধ্যে ৯১°০০' এবং ৯২°০০'দ্রাঘিমাংশের মধ্যে। এ উপজেলার উত্তরে ফেনী সদর উপজেলা,দাগনভূঞা উপজেলা, দক্ষিণে ও পশিচমে কোম্পানী গঞ্জ উপজেলা, দক্ষিণে ফেণী নদী,হাতিয়া ও সনদ্বীপ, পূর্বে মিরসরাই উপজেলা,উত্তর পূর্বে-ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন।

এ উপজেলার নামকরণ নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রচলিত আছে।সোনামিয়ার তিন ছেলের মধ্যে সোনাগাজী নামক ছেলের নাম অনুসারে সোনাগাজী নামকরন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়,

সোনাগাজী, ফেনী।